🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম🌹
➡️🔊ইমামিয়া তরীকার সকল ভক্ত, আশেক্বান ও অনুসারীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ইমামিয়া পাক দরবার শরীফের অভ্যন্তরে “আবে শেফা” নামক পবিত্র ও শেফা দানকারী পানি সংরক্ষিত আছে। এ পবিত্র পানি থেকে অনেকেই উপকার পেয়েছেন। তাই, আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী সে-ই পবিত্র পানি থেকে উপকৃত হতে পারেন।
🌹আবে শেফার উপাদান🌻
✅১। মক্কা শরীফে অবস্থিত যমযমের পবিত্র পানি।
✅২। রাসূলের(সা.) আহলে বাইতের ধারার অষ্টম পুরুষ হযরত ইমাম আলী ইবনে মুসা আর রিযা (সালামুল্লাহি আলাইহি)-এর দোয়ার বরকতে পবিত্র মাশহাদে যে কুপটি থেকে অনবরত রহমতের জলধারা নির্গত হচ্ছে তার পানি।
✅৩। যে পাত্রটিতে পানি ঢেলে পান করা হয় তার মধ্যে সূরা ফাতিহা লেখা আছে। রাসূল(সা.) বলেছেন: “যে ব্যক্তি সূরা ফাতিহা সম্বলিত পানি পান করবে তার মৃত্যু ব্যতিত সকল রোগ বালাই ভাল হয়ে যাবে।”
✅৪। গোলাপ জল। হাদীস শরীফে গোলাপ জল পানের অনেক উপকারীতা বর্ণিত আছে।
🔶আবে শেফা পানের উপকারীতাঃ
✔️১। শরীর সুস্থ থাকবে।
✔️২। শারীরিক রোগ বালাই দূর হয়ে যাবে।
✔️৩। পানকারীর ব্যক্তির উপর আল্লাহর রহমত নাযিল হবে।
✔️৪। শারীরিক ও মানুষিক সুস্থতার জন্যে যে কোন নিয়ত করে এই পানি পান করলে আল্লাহর রহমতে তার নিয়ত পূরণ হবে।
✔️৫। এই পানি পান করলে পানকারীর মুখ উজ্জ্বল হবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।
↯↻↯↻↯
So Nice website
সালামুন আলাইকুম। সাথে থাকার জন্যে আপনাকে অনেক শুকরিয়া।