আবে শেফার পবিত্র পানি

1197 2

🌹বিসমিল্লাহির রাহমানির রাহিম🌹

 ➡️🔊ইমামিয়া তরীকার সকল ভক্ত, আশেক্বান ও অনুসারীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ইমামিয়া পাক দরবার শরীফের অভ্যন্তরে “আবে শেফা” নামক পবিত্র ও শেফা দানকারী পানি সংরক্ষিত আছে। এ পবিত্র পানি থেকে অনেকেই উপকার পেয়েছেন। তাই, আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী সে-ই পবিত্র পানি থেকে উপকৃত হতে পারেন।
 

🌹আবে শেফার উপাদান🌻

১। মক্কা শরীফে অবস্থিত যমযমের পবিত্র পানি।
২। রাসূলের(সা.) আহলে বাইতের ধারার অষ্টম পুরুষ হযরত ইমাম আলী ইবনে মুসা আর রিযা (সালামুল্লাহি আলাইহি)-এর দোয়ার বরকতে পবিত্র মাশহাদে যে কুপটি থেকে অনবরত রহমতের জলধারা নির্গত হচ্ছে তার পানি।
৩। যে পাত্রটিতে পানি ঢেলে পান করা হয় তার মধ্যে সূরা ফাতিহা লেখা আছে। রাসূল(সা.) বলেছেন: “যে ব্যক্তি সূরা ফাতিহা সম্বলিত পানি পান করবে তার মৃত্যু ব্যতিত সকল রোগ বালাই ভাল হয়ে যাবে।”
৪। গোলাপ জল। হাদীস শরীফে গোলাপ জল পানের অনেক উপকারীতা বর্ণিত আছে।
 

🔶আবে শেফা পানের উপকারীতাঃ

✔️১। শরীর সুস্থ থাকবে।
✔️২। শারীরিক রোগ বালাই দূর হয়ে যাবে।
✔️৩। পানকারীর ব্যক্তির উপর আল্লাহর রহমত নাযিল হবে।
✔️৪। শারীরিক ও মানুষিক সুস্থতার জন্যে যে কোন নিয়ত করে এই পানি পান করলে আল্লাহর রহমতে তার নিয়ত পূরণ হবে।
✔️৫। এই পানি পান করলে পানকারীর মুখ উজ্জ্বল হবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে।
‎↯↻↯↻↯‎

Related Post

রাতে ঘুমোনোর পূর্বের দোয়া, ওযিফা

Posted by - August 28, 2019 0
•✦✨ রাতে ঘুমোনোর পূর্বের ওযিফা ✨✦• 1⃣ তিনবার সূরা ইখলাস তিলাওয়াত, যা এক খতম কোরআন পড়ার সমান। 2⃣ নিজেকে হাশরের মাঠে নবীদের শাফায়াত লাভের…

হাজত পূরণের দোয়া

Posted by - August 11, 2019 0
১। হাজত পূরণের দোয়াঃ 🖊 যদি কেউ ৪০ বার সূরা আদ্ব দ্বুহা, মাঝখানে কোন কথা ছাড়া, কেবলামূখী ও পাক পবিত্র…

ইমাম জয়নুল আবেদিন (আ:)- এর দোয়া

Posted by - August 21, 2019 0
☘️আল্লামা শেইখ তাক্বীউদ্দীন ইব্রাহীম কাফআমী (মৃত্যু ৯০০ হিঃ), “বালাদুল আমিন ওয়াদ দির্-উল হাসিন” কিতাবে 🌹ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবেদীন(আ:)🌹-এর…

মরহুম পিতা-মাতার কাছে খাসভাবে সাওয়াব রেসানির জন্যে বিশেষ নামাজ

Posted by - September 18, 2019 0
🔊 আজ রাত, বৃহস্পতিবার দিবাগত রাত… 🕯🕯🕯 বৃহস্পতিবার আসলেই আমাদের মরহুমদের কথা মনে পড়ে যায়ঃ এই হাদিস পড়ার সাওয়াব 🎁…

হাজত পূরণের বিশেষ একটি দোয়া

Posted by - August 18, 2019 0
☘️আল্লামা শেইখ তাক্বীউদ্দীন ইব্রাহীম কাফআমী (মৃত্যু ৯০০ হিঃ), “বালাদুল আমিন ওয়াদ দির্-উল হাসিন” কিতাবে 🌹ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবেদীন(আ:)🌹-এর…

There are 2 comments

    1. সালামুন আলাইকুম। সাথে থাকার জন্যে আপনাকে অনেক শুকরিয়া।

      Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *